কবিতা

অস্পষ্ট

প্রকাশ : ০২ মে ২০২০, ১৩:৪৪

জীবন এবং মরণকে দেখতে চেয়েছি
কোথায় এদের বাস
বুক ভরা নিশ্বাস তুমি কি জীবন
থেমে গেলে তবে কি মরণ
কখনো কখনো মনে হয়
জীবন করেছে আলিঙ্গন মরণ
জীবন বহমান জীবন থেকে জীবনে
জীবন মৃত্যুর দোলাচলে সময়
মরণে হয়না জীবনের বিনাশ
তোমার মনের কোণে যে ঘৃণা জমে আছে
তা আমার মরণ
তোমার মনের কোণে যে ভালোবাসা জমে আছে
তা আমার জীবন
আমি জীবন এবং মরণকে দেখতে চেয়েছি
নিজের মতো করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত