যে তুমি

প্রকাশ : ০১ মে ২০২০, ১৫:৩০

যে তুমি

এস. এম. মনজুরুল হান্নান খান 

 

যে তুমি ভুলে যাও আমারও হৃদয় আছে 
কস্টগুলো জমা থাকে নক্ষত্রের কাছে  
অঝোর ধারায় বৃষ্টি নামে গভীর অভিমানে 
মন পবনের হাওয়ায় গল্পেরা উড়ে যায় 
ছায়াপথ ধরে চলে যাওয়া অচেনা ঠিকানায়
পড়ন্ত বিকেলে সূর্য আস্তাচলে নীল জলে ।

আমাদের নীরবতা লেখা থাকে আকাশের দেয়ালে
ভালবাসা আবির ছড়ায় রঙধনু বিকেলে 
নির্জন পথে উদ্দেশ্যহীন হেঁটে যাওয়া 
এ যেন নতুন করে তোমাকে ফিরে পাওয়া
ভালোবাসা এমনি হয় দূরে যেতে যেতে 
আপন হৃদয়ে প্রোথিত এক মহীরুহ হয়ে যায়  
প্রাণের বিনিময়ে প্রাণের খেলা অবিচল পথ চলা  
শূন্য থেকে মহাশূন্যে অস্তিত্ব অনুভব করে নিও
যে তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসার পৃথিবী আমাদের কত প্রিয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত