এস. এম মনজুরুল হান্নান খানের কবিতা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২০, ১৫:৫৪

অন্তহীন 

এস. এম. মনজুরুল হান্নান খান 

তোমার অমৃত সুধা আকণ্ঠ করেছি পান 
পাহাড়, নদী, অরণ্য নিয়েছি করতলে 
বলিদানে ক্ষত বিক্ষত সুফলা বিরাণ ভূমি  
অসুর দানব এক ধ্বংসযজ্ঞে জয়ের নেশায় উন্মত্ত
গভীর ক্ষত নিয়ে নীরব ক্রন্দনে কেবলি করেছো দান। 

বিলিয়ে দিয়েছ সর্বংসহা এক অপরূপা তুমি 
বায়ু, জল, মৃত্তিকার দূষণে মরণ ডেকেছো এনে
তবুও থামেনি ভোগবিলাসের অন্তহীন নরক যাত্রা 
তোমার অস্তিত্বে যে জীবন এতকাল বহমান 
থমকে গেছে স্হবির এক অন্ধ সময়ের কৃষ্ণ বিবরে।

তুমি যে জননী ভুলে গেছি আমি 
জন্ম জন্মান্তরের ঋণ কড়া নাড়ে দরজায় 
চেয়ে দেখ কে যায় ভুলের মাশুল গুনে গুনে 
ঐ দলে তুমি আমি আছি সকলি ক্রমাগত সময় বদলায়
আবার হয়তো ফিরে পাবো ধরিত্রী তোমায় 
ফিরে পাবো কি তারে যা হারিয়েছি অকাতরে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত