এস. এম. মনজুরুল হান্নান খানের কবিতা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ০২:০৩

হৃদয় ক্ষরণ 

এস. এম. মনজুরুল হান্নান খান 

 

করোনা কালে তাকিয়ে তাকিয়ে দেখি 
আপনজন হারিয়ে গেল কোথায়, একি?
কফিনে নেই ভালোবাসার কোন ফুল 
মায়ার মোহতে বাঁধা ছিল সবি কি ভুল? 

একাকী চলে যাওয়ার কোন এক রাতে  
অশ্রু তোমার ঝরেনি চলে যাওয়ার পথে
করোনা ছিল কেবল প্রিয়জন হয়ে সাথে
সব কিছু কি হারিয়ে গেল নির্মম আঘাতে? 

কোথায় কবর কোন চিতায় হয়েছে সৎকার 
মনে রাখার কেউ নেই, নেই কোন হাহাকার  
শেষ যাত্রায় আসেনি কেউ জানাতে বিদায় 
মহামারী কালে সকল মানবতা কি হারিয়ে যায়? 

অপার বিস্ময়ে পৃথিবী তোমার মরণ দেখি
অচেনা হয়ে যায় বন্ধু স্বজন সকলি ফাঁকি ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত