কবিতা

অচলায়তন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২০, ১৪:১৫

অচলায়তন 

এস. এম. মনজুরুল হান্নান খান 

 

নীল জলে হৃদয় ছোঁয়ালে মেঘে মেঘে উড়ে যাওয়া 
দূর পাহাড়ে থেমে গেছে আমাদের আকাশ চাওয়া

বদ্ধ ঘরের জানালায় খণ্ডিত আকাশ-
তবুও ভালোবাসি তোমায় 
আমাদের প্রহরগুলি থেমে গেছে দেয়াল ঘড়ির কাটায়
অবহেলায় পড়ে আছে প্রিয় চায়ের পেয়ালা
ক্লান্ত বিকালে তোমাকে খুঁজি না 
চুমুকে চুমুকে হয়না বলা আমাদের কথা 
প্রিয় কবিতার বইয়ে চোখ রাখি না- আনমনা সময় ডাকে না আমায় অভিমান জেগে আছে অন্তরে 
দিন শেষে ফিরে আসি না ঘরে অদ্ভুত সময় হয়েছে সঙ্গী
ঘরের ভিতর বাহির খুঁজি যদি পেয়ে যাই তারে। 

জলের শরীরে জোছনার মায়াবী ছোঁয়া হৃদয় দোলে 
শিমূলের ডালে আগুন লেগেছে আমায় একাকী ফেলে
জেগে আছে কি শুকতারা? কার আকাশে জাগে তাঁরা 
নক্ষত্র তোমায় গিয়েছি ভুলে- কতকাল হয়নি দেখা 
ছাতিম গাছটা কি আমায় রেখেছে মনে? 
ফুলের সুবাসে মৌমাছি উড়ে যায় আপন ভুবনে
আহা ফিরে পাবো কি তারে? 

বিষাদে ভরে আছে মন, বহমান জীবনে মৃত্যুর আলাপন 
ভুলে যাই মৃত্যুতেই জীবনের শাশ্বত বিদায়।  

অচলায়তন ভেঙে যাবে আবার আমাদের দেখা হবে 
অন্ধকার শেষে ভোরের আলো এসে জাগাবে জীবন 
দুঃস্বপ্ন শেষে ঘরের বাইরে এসে দেখবো এ পৃথিবী কতো আপন ।

এপ্রিল ২২, ২০২০, ঢাকা ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত