কোথাও কোনো কোলাহল নেই

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ২১:৩১

তোমরা সামাজিক দূরত্বের কথা বলেছো? আমরা কি কখনো একি সমাজের ছিলাম? না আছি? আমরা তো অনাদিকাল থেকে তোমাদের সমাজ থেকে যোজন যোজন দূরে, এই দূরত্ব মিটার স্কেলে মাপা যায় না, মাপার চেষ্টা করাও অমার্জনীয় অপরাধ।

সমাজ বিনির্মাণে কৌশলে কৌশলে নিপুণ হাতে গ্রন্থিত দূরত্ব আমাদের জীবনের গল্প, অবসরে পাঠের চমৎকার উপাখ্যান। দুঃখ দুঃখ ভাব নিয়ে বন্ধুদের আড্ডায় তোমাদের বয়ান বেশ কাব্যিক হয়ে যায় আলো আঁধারিতে।

অখণ্ড অবসরে ক্লান্ত সুখে অবসন্ন, প্রাচুর্যের অবসাদে তোমাদের নিদ্রাহীন রজনী। আমাদের ঘরে কাল রাত্রির হানা। দেবতা, তুমিও বুঝবে না কি পৈশাচিক এই নির্মম রসিকতা।

চিরস্থায়ী সামাজিক দূরত্বেই আমাদের বসবাস, এই দূরত্ব কমে গেলে হবে অনর্থ, হবে তোমাদের সর্বনাশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত