সাতক্ষীরায় আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৯, ১২:১০

সাতক্ষীরা প্রতিনিধি

আমাদের নূপুরের, নিক্কন হোক প্রতিবাদী গর্জন- এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নৃত্য দিবস- ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাএা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরা জেলা নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শিক্ষক নাসরিন খান লিপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দীপালোক একাডেমির সভাপতি বরুণ ব্যানার্জী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মশফিকুর রহমান মিলটন ও নবধারা একাডেমি সভাপতি কামরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গী। বাংলাদেশ এক অসস্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা সামনে এগিয়ে নিয়ে যেতে নৃত্যকলা একটি বিশেষ ভূমিকা রেখে চলেছে। আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য নৃত্য একটি অপরিহার্য অংশ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত