অনুষ্ঠিত হল কবি মহাদেব সাহা’র কবিতা আবৃত্তির আসর

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৫:৫৭

সাহস ডেস্ক

কবিতাশ্রমের আয়োজনে একুশে পদকসহ অসংখ্য পদকপ্রাপ্ত বরেণ্য কবি মহাদেব সাহা’র ‘কবিতা আবৃত্তির আসর’ অনুষ্ঠিত হয় উত্তরাস্থ ট্রাস্ট কলেজ মিলনায়তনে। 

৮ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ আবৃত্তির আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বরেণ্য কবি মহাদেব সাহা। 

কবিতাশ্রমের সভাপতি সৈয়দ এরশাদুল হক মিলনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্ট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খোকন চন্দ্র সরকার আলহাজ্ব মোঃ শাহ আলম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিপত্নী নীলা সাহা, বরেণ্য কবি মাকিদ হায়দার, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানু রহমান, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা নাট্যভূমির দেবাশীষ পাল এবং উত্তরালোকের মুখ্য সংগঠক প্রশান্ত চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দিকী। 

আহমেদ বাসারের লেখা প্রবন্ধ অনুষ্ঠানে পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সাধারণ সম্পাদক ড. সোলায়মান কবীর। 

অনুষ্ঠানের শুরুতে সমবেত কষ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার পর কবিতাশ্রমের সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় বরেণ্য কবি মহাদেব সাহা’র সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সহ-সভাপতি শফিউল গণি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কবি মহাদেব সাহার কবিতার বই কবিতাশ্রমের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করেন কবিতাশ্রমের সংগঠক আহসান-উল-কবির সরকার, সিনিয়র সদস্য মজিবুর রহমান নিহার, আকলিমা আক্তার চম্পা, রাহাত চৌধুরী এবং রাজিব মাহমুদ।

অনুষ্ঠনে কবি মহাদেব সাহা’র কবিতা আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন আবৃত্তি শিল্পী ফাহমিদা হক কলি, লুৎফুল হোসেন বাবু, সুমিত পাল, দীপক ঘোষ, দিল আফরোজ ডেইজি, নজরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আরিফ, সিফাত বন্যা, রাকিব হোসেন, সানজিদা রহমান ওয়ামি, সানিয়া আলম ডল, মীর মোশারেফ অমি, সজিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত