বৃষ্টিও ছন্দপতন ঘটাতে পারেনি গ্রন্থমেলায়

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭

সাহস ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিন (রবিবার) সকালের শিলাবৃষ্টি এবং বিকেলের মেঘলা আকাশ আগত বইপ্রেমীদের আনন্দে ছন্দপতন ঘটাতে পারেনি। নানা বয়সী মানুষের সমাগমে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ।

প্রতিদিনের মতো এদিনও গ্রন্থমেলায় নতুন বই এসেছে। নানা আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মোড়ক উন্মোচনসহ নানা আয়োজনে মুখরিত ছিল মেলা।

এদিন নতুন বই এসেছে মোট ৭১টি। ১ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন লেখকের বই এসেছে ২ হাজার ৫৪৮ টি।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্স এর বিক্রেতা মাহবুব আলী এবং বর্ণায়ন বুক স্টলের বিক্রেতা আলমগীর হোসেন বলেন, বৃষ্টির পানি জমে স্টলের টিনের চালে পানি জমে গেছে। ছাট পানি এসে ভিজিয়ে দিয়েছে বই। স্টলের নিচে পাটাতন এবং সামনে ইট বিছিয়ে কেনাবেচা চলছে। অন্যদিনের চেয়ে ক্রেতা কম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত