গ্রন্থমেলায় এসেছে ব্রেইলের ৮টি বই

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫১

সাহস ডেস্ক

স্টলের নাম ‘স্পর্শ ব্রেইল প্রকাশন’, যার ওপরে লেখা- ‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়/ মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’। দৃষ্টিহীন মানুষরাও বই পড়বে, এমন ভাবনা থেকে স্পর্শ ব্রেইলের পথচলা শুরু। ৯ বছর ধরে দৃষ্টিহীনদের জন্য বই তৈরি করে চলেছে ‘স্পর্শ’ এর প্রধান উদ্যোক্তা নাজিয়া জাবিন। অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে স্টলটি। 

অমর একুশে গ্রন্থমেলায় ব্রেইলে ৮টি বই বেরিয়েছে। এরমধ্যে অন্যতম নীলিমা ইব্রাহিমের মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘আমি বীরঙ্গনা বলছি’, রামেন্দু মজুমদারের শিশুতোষ গ্রন্থ ‘আমার স্কুল’, লুৎফুর রহমান রিটনের ‘সাতরঙা ছড়া’, ইমদাদুল হক মিলনের ‘ভালোবাসার সুখ:দুখ’, নাজিয়া জাবীনের ছড়ার বই ‘তরু’।

নাজিয়া বলেন, যারা চোখে দেখতে পায়না, কিন্তু তাদের বই পড়া আগ্রহ রয়েছে এমন দৃষ্টিজয়ীদের কথা ভেবেই ব্রেইল পদ্ধতিতে বই প্রকাশ করছি। তাদের জন্য বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাতে ২০০৯ সাল থেকে ব্রেইল পদ্ধতিতে ৬৯ টি মুক্তিযুদ্ধভিত্তিক বই বিভিন্ন ধরনের বই ব্রেইলে প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত