গ্রন্থমেলায় মঈনুল হাসান ‘জলসংসার’

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৭

অনলাইন ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মঈনুল হাসানের তৃতীয় গল্পগ্রন্থ ‘জলসংসার’। বইটিতে রয়েছে জীবনমুখী নয়টি গল্প, প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ থেকে আজকের বাংলাদেশ। 

‘জলসংসার’ প্রকাশ করেছে চৈতন্য। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

গল্পকার মঈনুল হাসান বললেন, যে গল্পগুলো বইটিতে স্থান পেয়েছে, সবগুলো গল্পে মানুষের দিনানুদৈনিক টানাপড়েন, জটিল মনস্তত্ত্ব ও জীবনের যাপনকাল বহুকৌণিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন জীবন নিয়ে হতাশা আছে, আবার তা কাটিয়ে আশায় ভেসে যাবার স্রোতের দিশাও আছে।