গ্রন্থমেলায় সৈয়দ মাজারুল ইসলামের দুটি কাব্যগ্রন্থ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯

সাহস ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আধুনিক তরুণ কবি সৈয়দ মাজারুল ইসলাম এর কাব্যগ্রন্থ ‘একটি প্রজাপতি দিনের জন্য’ ও ‘নক্ষত্রে ঠাঁই নিবো’।

‘একটি প্রজাপতি দিনের জন্য’ বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু, বইটি প্রকাশ করছে কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড থেকে। গ্রন্থমেলায় ৪১৪ নং স্টলে বইটি পাওয়া যাবে।

আর ‘নক্ষত্রে ঠাঁই নিবো’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘এক রঙ্গা এক ঘুড়ি’ প্রকাশনী। গ্রন্থমেলার ৪৩৪ নং স্টলে বইটি পাওয়া যাবে। এটি কবি সৈয়দ মাজারুল ইসলাম দ্বিতীয় কাব্যগ্রন্থ।

সরকারি গৌরনদী কলেজের প্রাক্তন ছাত্র কবি সৈয়দ মাজারুল ইসলামের কবিতার প্রতি তার ভালোবাসা সেই স্কুল জীবন থেকেই। সাহিত্যপাতা, ব্লগ, লিটলম্যাগ, ছাপিয়ে সাধারণ শব্দে লেখা কাব্যকথা মলাটবদ্ধ হয়ে একক কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ পেলে। 

তার কবিতায় রয়েছে সমকালীন জীবনবোধ ও রাজনৈতিক বাস্তবতা, প্রতিবাদ, মানবতা-বোধ, প্রেম-অপ্রেম, আকাঙ্ক্ষা, শূন্যতা, দীর্ঘশ্বাস, অস্থিরতা ঘৃণা ও অন্তজাগর্তিক রহস্যের রূপরেখা। নিজস্ব-পথ ও মতের আলোকে উজ্জীবিত করে কবি পাঠককে নিয়ে যান কল্পনার এক নতুন জগতে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত