গ্রন্থমেলায় উম্মে হানি মেঘলার ‘হ্যাঁ আমি হিজরা’

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৬

অনলাইন ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে উম্মে হানি মেঘলার ‘হ্যাঁ আমি হিজরা’ বইটি। এটি মেঘলার তৃতীয় গল্পগ্রন্থ। বইটি প্রকাশ করেছে তরফদার প্রকাশনী। 

বইটিতে হিজড়াদের জীবন যাপন, তাদের চিন্তার প্রতিফলন, যৌন জীবন এবং সামাজিক অবস্থান গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

একুশে গ্রন্থমেলায় তরফদার প্রকাশনীর ১৯৬ নং স্টলে বইটি পাওয়া যাবে। ৩ ফর্মার এ বইটির প্রচ্ছদ করেছেন লেখিকা নিজেই। ১৫০ টাকা মূল্যের এই বইটি গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ২৫% কমিশনে।
 
উম্মে হানি মেঘলা বাংলাদেশের অন্যতম সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘বিডিক্লিন’ ঢাকা দক্ষিণ এর ওয়েলকাম লিডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। এছাড়াও অনেক সেচ্ছাসেবী সংগঠন এর সাথে যুক্ত আছেন।