বইমেলায় পলাশ মাহবুবের ৭ বই

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

সাহস ডেস্ক

একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের সাতটি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে পাঁচটি বই। আর কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে দুটি নতুন বই। প্রকাশিত বইগুলোর মধ্যে উপন্যাস একটি, কিশোর উপন্যাস তিনটি, ছোটদের গল্পের বই দুটি এবং কিশোর ছড়া-কবিতার বই একটি।

উপন্যাস ‘কম বয়সি সন্ধ্যা’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। এ ছাড়া কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘লালুর লাল জামা’।

অন্যদিকে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত বইগুলো হচ্ছে- পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর সিরিজ লজিক লাবুর তৃতীয় উপন্যাস- 'বাবুদের বাজিমাত', হাস্যরসাত্মক মজার কিশোর উপন্যাস 'টমোজ’, ছোটদের গল্পের বই 'তালি', ছোটদের মজার গল্পের বই 'জরির কাছে পরির চিঠি' এবং কিশোর ছড়া-কবিতার বই 'বৃষ্টিরা তিন বোন'।

পলাশ মাহবুব এরই মধ্যে আছে অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ড, এসিআই আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত