বইমেলার উদ্বোধন করতে বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৬

অনলাইন ডেস্ক

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করতে বাংলা একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সেখানে পৌঁছান তিনি। উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে থাকার কথা রয়েছে– পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ এবং মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশির। এ মঞ্চেই ২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে, এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বিজয়: বায়ান্ন থেকে একাত্তর (নবপর্যায়)’। একই সঙ্গে ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের যাত্রাও শুরু হবে এই মেলা থেকে।

প্রতিবছরের মতো একুশে গ্রন্থমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বইয়ের দোকানগুলো। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।