একুশের গ্রন্থমেলায় আসছে ‘দুই পৃথিবীর গ্যালারি’

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১২:৫৪

অমর একুশের গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। মেলা উপলক্ষে নতুন বই প্রকাশ যোগ করে ভিন্ন মাত্রা। নতুন বই-পাঠক-লেখক-প্রকাশকের এই মাসব্যাপি মিলন মেলায় আসছে কবি জ্যোতি পোদ্দার এর ষষ্ঠ কাব্য গ্রন্থ ‘দুই পৃথিবীর গ্যালারি’।  

বইকণ্ঠ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছেন শ্যামল হুদা। চার ফর্মার পেপার ব্যাক এ বইটি পাওয়া যাবে মাত্র ৬৪ টাকায়। গ্রন্থমেলার প্রথম সপ্তাহেই বাংলা একাডেমির বয়রা তলায় বইকণ্ঠ প্রকাশনী স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাবে। 

১৯৭৪ সালে ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় জন্ম নেওয়া জ্যোতি পোদ্দার-এর কবিতার প্রধান শক্তি তাঁর অনুভূতির সততা। কোনো কাব্যিক চালাকি নয়, অলঙ্কারের মোহ বা ফাঁদ নয়, স্রেফ ভালোবাসা দিয়ে জ্যোতি ছুঁয়েছেন কবিতার আত্মাকে।

শিক্ষকতার পাশাপশি শিরদাঁড়া, এন্টিক্লক, রা, আড্ডা’র মতো ছোট কাগজে লেখা-লিখি করেন নিয়মিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত