শেষের আমেজে সাহিত্য উৎসব

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১২:০৫

সাহস ডেস্ক

শেষের আমেজ নিয়ে বাংলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসব (ঢাকা লিট ফেস্ট) ২০১৮।

১০ নভেম্বর (শনিবার) সকাল থেকে একাডেমির দ্বার খুলতেই সাহিত্যপ্রেমীরা আসতে শুরু করে। এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো। এদিন সকালে একাডেমির লনে চলে আধ্যাত্মিক গান। কবি আসলাম সানীর পরিচালনায় কিশোর মনন ও আবৃত্তি।

লিট ফেস্টে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত বছর থেকে লিট ফেস্টে কাজ করি সাহিত্যের প্রতি ভালোলাগা থেকে। বিশেষ করে বিদেশি সাহিত্যিকদের সঙ্গে পরিচয় ঘটে। দু'দিন ভালো সময় কেটেছে। ফেস্টে শেষের আমেজ চলে এসেছে।

ফেস্টে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানজিনা তাবাসসুম বাংলানিউজকে বলেন, প্রতিবারই একটা দিন লিট ফেস্টে আসার চেষ্টা করি। এবার শেষদিনে আসতে পেরে ভালো লাগছে। কয়েকটি সেশনে অংশ নেব।

সন্ধ্যা ৭টায় আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান শুরু হবে লিট ফেস্টের। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত