বৈকুণ্ঠের ‘ছড়ায় ছড়ায় প্রেম’

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৬

সাহস ডেস্ক

কবিতার মধ্য দিয়ে মানবপ্রেম ও মানবতার জয়গান গাইলেন আবৃত্তি সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। শব্দের পরে শব্দ বসিয়ে দীপ্ত উচ্চারণে মানুষের প্রতি মানুষের গভীর ভালোবাসার কথাই তুলে ধরলেন বাচিকশিল্পীরা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ‘ছড়ায় ছড়ায় প্রেম’ শিরোনামের এ আবৃত্তির আসর।

প্রযোজনাটির নির্দেশক আবৃত্তিকার শিমুল মুস্তাফা জানান, মানুষের ভেতরে আনন্দ ছড়িয়ে দিয়ে হৃদয়জুড়ে প্রশান্তির বাতাস বইয়ে দিতেই তাদের এ প্রয়াস।

একঝাঁক তরুণ বাচিকশিল্পীর পরিবেশনার আবৃত্তি আসরে আগত কবিতাপ্রেমী মানুষদের আলোড়িত করে দারুণভাবে। প্রতিটি পরিবেশনার সঙ্গেই দর্শক শ্রোতাদের গভীর মনোযোগ ও পরিবেশনা শেষে মুহুর্মুহু করতালি যেন তারই প্রকাশ ছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত