প্রায়শ্চিত্ত

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৩

ওখানে নাকি বরফ পড়ে? 
শীতল হাওয়ায় হৃদয় নড়ে?
তীক্ষ্ম তীরে এফোঁড় ওফোঁড় 
জীবন হারা বিষের মত 
হৃদয় নাকি জ্বলতে থাকে? 
বাড়ায় জ্বালা বাড়লে  ক্ষত?

ওখানে নাকি তীব্র ঝড়ে
হারায় নাবিক পথের দিশা?
চারদিকেতে হর গোলযোগ 
গ্রেনেড, বোমা, গুলি, শিসা? 

ওখানে নাকি চির নিশীথ? 
কৃষ্ণকালো? আলোর অভাব,
গুহাবাসী সবাই সেথায় 
কুৎসিত হাসি,  ঘৃন্য স্বভাব? 

আমার হেথায়  শান্ত সুনীল 
তোমার সেথায়  তীব্র দাহন।
হেথায় এখন অনেক আলো
রৌদ্র হাসে নিত্য দিন
পলাশ শিমুল রঙ ছড়িয়ে 
মনের ভেতর বাজায় বীন!

ভুল বলেছি আমি কি সই
নীড় হারানো ভোরের পাখি?
ভুল করেছে তুমিই সখা 
শিকল ভেবে ছিঁড়লে  রাখি!!