একটা স্কুলের গল্প-০২
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১২:১৮


কুড়ানো পাথর আর বালি এভাবেই সংগ্রহ করে প্রস্তুত করা হচ্ছে স্কুলের কাজের জন্য। সংশপ্তকের সেচ্ছাসেবীদের কিছু অংশ বড় পাথর গুলোকে ভেঙে কংক্রিটে পরিনত করছে৷
সেচ্ছাসেবী এবং স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আকবাড়ির পাড়াবাসীরাও। জুম চাষে না গিয়ে পুরো দিনের সময়টাই স্কুলের পিছনে ব্যয় করবে বলে ঠিক করেছিল তারা।
তাদের কেউ কেউ খুটি তৈরীর জন্য গাছ কেটে আনছে, কেউ বাঁশ কেটে স্কুলের বেড়া বুনছে, কেউবা পাহাড়ি ঝর্ণার ঝিরি থেকে বালু সংগ্রহ করে আনছে, এদের অনেকেই স্কুলের প্রস্তাবিত জায়গার মাটি কেটে সমান করছে।
দুর্গম অঞ্চল বলে সব ধরনের সুবিধা এখানে পাওয়া যায় না। সকাল থেকে সবাই কঠোর পরিশ্রম করে আসছে, শরীরকে সামান্য বিশ্রাম দিতে কয়েকজন কিছু সময়ের জন্য গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে।