শিশুর প্রতি সহিংসতা বন্ধে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা

প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৮:২৪

চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে রাজশাহী ভিত্তিক এনজিও সিসিডি,বাংলাদেশ  রাজশাহীর কমিউনিটি রেডিও ‘রেডিও পদ্মা’ ও চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র সহায়তায় এ কর্মশালার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ ভিত্তিক এনজিও প্রয়াস এর নকিব হোসন মিলনায়তনে সকালে কর্মশালা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।

প্রয়াস সিইও হাসিব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রেডিও মহানন্দা স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস,রেডিও পদ্মা স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, কর্মশালার প্রধান রিসোর্স পার্সন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ প্রমুখ।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, শিশু ও শিল্পকলা একাডেমি, শিশু ও নারীদের নিয়ে কর্মরত সংগঠন, এতিমখানা ও শিশু নিবাস প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও অভিভাবকরা অংশ নেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত