প্রকৃতির প্রতি শিশুদের ভালোবাসা তৈরিতে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৫

শিশুমনে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত হল ‘শিশুদের প্রকৃতি পাঠ’ অনুষ্ঠান। শত প্রজাতির ফুল আর উদ্ভিদের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে শহরের কল্যাণপুর হটিকালচার সেন্টারে এমন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ’।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানে অংশ নেয় ৮টি বিদ্যালয়ের দেড় শতাধিক শিশু।

অনুষ্ঠানে হটিকালচার সেন্টারের বিভিন্ন স্থান ঘুরিয়ে শিশুদের চাষ করা ও চাষ বিহীন ফুল ও উদ্ভিদ দেখানো হয়। সেই সাথে ৩০ এর বেশী বুনো ফুলের প্রদর্শনী ছিল অনুষ্ঠানে।

আয়োজকরা জানান, এমন অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন শিশুরা প্রকৃতি বিষয়ক শিক্ষা পেল, অন্যদিকে শিশুমনে তৈরী হবে প্রকৃতির প্রতি ভালোবাসা।

অনুষ্ঠানের আলোচনা সভায় সেভ দ্য নেচারের প্রধান সমন্বয়ক রবিউল হাসান ডলারের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা সহসভাপতি শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সেভ দ্য নেচারের সমস্বয়ক ফয়সাল মাহদুদ। পরিশেষে উপস্থিত সকলেই প্রকৃতি রক্ষার শপথ নেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত