পঞ্চগড়ে শিশু অধিকার সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৯:৫৯

ডিজার হোসেন বাদশা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ উপলক্ষে পঞ্চগড়ে শিশুদের নিয়ে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

জেলা শিশু একাডেমির আয়োজনে রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গিত পরিবেশনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিশুরা শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আকাশে বেলুন উড়িয়ে দেন। 
এরপর শিল্পকলা একাডেমির মঞ্চে সঙ্গিত ও নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জেলা উদীচীর সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শিশু অধিকার সপ্তাহের এবারের আয়োজনে প্রতিদিন শিশুদের চিত্রাঙ্কন ও সঙ্গিত প্রতিযোগিতা, ‘আমার কথা শোন’ আলোচনাসভা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলা প্রতিযোগিতাসহ শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিশু একাডেমি।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত