সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কমেছে ভারতে

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১১:৪৯

সাহস ডেস্ক

গোমূত্র-গোবর স্নান, যোগী আদিত্যনাথের মন্তব্য কিংবা করোনাদেবীর মুর্তিস্থাপন কোন কিছুই নিয়ন্ত্রণে আনতে পারেনি ভারতের করোনা সংক্রমন কিংবা মৃত্যু। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার (৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কমেছে।

মঙ্গলবার (৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১১১ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ নেমেছে ৩৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭০৩ জন। চার মাসের মধ্যে প্রথমবারের মতো ৩৫ হাজারের নিচে নামল সংক্রমণ। একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯৬। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৩ জন। অর্থাৎ আগের দিনে মৃত্যু হয়েছে ৭২৩ জনের। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ২৮১ জন। দেশটিতে বর্তমানে দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ। এছাড়া দৈনিক সংক্রমণের হার ২.১১ শতাংশ।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ। বেড়েছে সুস্থতার হার। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৪ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৮ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত