শপথ নিলেন মমতা

প্রকাশ : ০৫ মে ২০২১, ১৩:৪৭

সাহস ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দোপাধ্যায়। নিজ আসনে পরাজিত হয়েও প্রথমবারের মত মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। যদিও সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে বিজয় অর্জন করতে হবে বিধানসভায়।

বুধবার (৫ মে) বেলা ১১টার দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনের ঐতিহাসিক থ্রোন কক্ষে শপথ নেন তিনি।

শপথ অনুষ্ঠান শেষে দিদি হিসেবে পরিচিত মমতা বলেন, আমার প্রথম প্রাধান্য হলো কোভিড মোকাবিলা করা। সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হচ্ছে সে বিষয়ে বৈঠক করতে রাজ্য সচিবালয়ে যাব।

পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে। রবিবার এ ফলাফল ঘোষণা করা হয়। তবে মমতা তার নিজের আসনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত