সব পরাজয়ই পরাজয় নয়: মমতা

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৬:৩২

অনলাইন ডেস্ক

“বিজয়ীদের শুভেচ্ছা। কিন্তু, সব পরাজয়ই পরাজয় নয়। এই ফলাফল নিখুঁতভাবে পর্যালোচনা করার পর তা আপনাদের জানানো হবে। এখন গণনার কাজটি পুরোপুরি শেষ হতে দিন। তারপর সেগুলো কাগজে-কলমে মিলাতে হবে।”

এ বার্তা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (২৩ মে) ভারতীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে এক টুইটার বার্তায় তিনি সমর্থকদের উদ্দেশে এই কথাগুলো বলেন।

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যায় বিজেপির অভূতপূর্ব বিজয়। রাজ্যটির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধানবিরোধী হয়ে উঠা বিজেপি যেনো তৃণমূলের ঘাড়েও ওপর ফেলছে অস্বস্তির নিঃশ্বাস।

ভারতীয় গণমাধ্যম সূত্রে সবশেষ ফলাফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টিতে এগিয়ে রয়েছে তৃণমূল এবং ১৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি।

২০১৪ সালের নির্বাচনে এই রাজ্যে তৃণমূল পেয়েছিলো ৩৪টি আসন এবং বিজেপি পেয়েছিলো মাত্র দুটি আসন। সেই দুইটি আসন থেকে নরেন্দ্র মোদির বিজেপি এখন পশ্চিমবঙ্গে মমতার তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী।