কলকাতা বিমানবন্দরে বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১২:৪৫

সাহস ডেস্ক

কলকাতা বিমানবন্দর থেকে শনিবার শুল্ক গোয়েন্দারা এক বাংলাদেশি নাগরিককে ৭০ হাজার মার্কিন ডলারসহ গ্রেপ্তার করেছেন। খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।

শুল্ক দফতরের এক কর্মকর্তা জানান, আব্দুস সোবহান নামে ৩৭ বছরের ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৪৭ লাখ ৪২ হাজার রুপি।

ওই অর্থ তার ব্যাগের একটি চোরা পকেটে রাখা ছিল বলে জানা গেছে। আটটি টাকার বান্ডিল নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিলেন আব্দুস সোবহান। তার লক্ষ্য ছিল ঢাকার বিমান ধরা। শেষ পর্যন্ত তার আর ঢাকায় আসা হয়নি। এত টাকা নিয়ে তিনি কেন এবং কোথায় যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়।

গ্রেপ্তারের পর শুল্ক দফতরের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত