৪১ শতাংশ নারী প্রার্থী নিয়ে তৃণমূলের তালিকা ঘোষণা

প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৩:৩৭

সাহস ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের প্রাথী তালিকা ঘোষণা করেছেন দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে এবারের ১৭তম লোকসভা নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসাবে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নানা কারণে এবার নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জের। কারণ দেশে বিভাজনের রাজনীতি চলছে। বিভেদের রাজনীতি শুরু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

দলের যেসব সদস্য এবার দলীয় মনোনয়ন পেলেন না, তাদের না পাওয়ার কারণ ব্যাখ্যা করেন মমতা। তিনি জানান, যাদবপুর কেন্দ্রের বর্তমান সাংসদ অধ্যাপক সুগত বোস দাঁড়াতে পারছেন না, কারণ হাভার্ড  বিশ্ববিদ্যালয় থেকে পারমিশন পাননি। তেমনই অভিনেত্রী সন্ধ্যা রায়ও এবার দাঁড়াবেন না, কারণ তার বয়স হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও দলের কাজে বেশি সময় দেবেন, তাই তিনিও দাঁড়াবেন না বলেছেন। একইভাবে কোচবিহারের পার্থ মজুমদারও দাঁড়াচ্ছেন না। বসিরহাটের ইদ্রীস আলিও দাঁড়াচ্ছেন না।  

এক নজরে প্রার্থী তালিকা: 
দার্জিলিং: অমর সিংহ রাই। কোচবিহার: পরেশচন্দ্র অধিকারী। জলপাইগুড়ি: বিজয়চন্দ্র বর্মণ। আলিপুরদুয়ার: দশরথ তিরকে। রায়গঞ্জ: কানাইয়ালাল অগ্রবাল।

বালুরঘাট: অর্পিতা ঘোষ। মালদহ উত্তর: মৌসম বেনজির নুর। মালদহ দক্ষিণ: মোয়াজ্জেম হোসেন। মুর্শিদাবাদ: আবু তাহের। জঙ্গিপুর: খলিলুর রহমান। বহরমপুর: অপূর্ব সরকার। কৃষ্ণনগর: মহুয়া মৈত্র। রানাঘাট: রূপালি বিশ্বাস। বনগাঁ: মমতাবালা ঠাকুর। বসিরহাট: নুসরত জাহান। বারাসত: কাকলি ঘোষ দস্তিদার। ব্যারাকপুর: দীনেশ ত্রিবেদী। দমদম: সৌগত রায়।

হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া: সাজদা আহমেদ। শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি: রত্না দে নাগ। আরামবাগ: অপরূপা পোদ্দার। কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা দক্ষিণ: মালা রায়। যাদবপুর: মিমি চক্রবর্তী। ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়নগর: প্রতিমা মণ্ডল। মথুরাপুর: চৌধুরী মোহন জাটুয়া। মেদিনীপুর: মানস ভুঁইয়া।

তমলুক: দিব্যেন্দু অধিকারী। ঘাটাল: দীপক অধিকারী (দেব)। ঝাড়গ্রাম: বীরবাহা সরেন। পুরুলিয়া: মৃগাঙ্ক মাহাতো। বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা। বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়। আসানসোল: মুনমুন সেন। বর্ধমান-দুর্গাপুর: মুমতাজ সংঘমিতা। বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল। বীরভূম: শতাব্দী রায়। বোলপুর: অসিত মাল। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত