মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৬, ১১:০০

অনলাইন ডেস্ক

মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ‘কনফারেন্স অব দ্য পার্টিস কপ ২২-এর উচ্চপর্যায়ের দুটি কর্মসূচিতে যোগ দিতে এই সফর বলে জানা যায়।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা ১৫মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। 

৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিনিধিদলে রয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি সম্প্রতি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী বুধবার (১৬ অক্টোবর) মরক্কো থেকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।