ফের ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৬:৫৭


সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ারসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার হরতালে পর একদিনি বিরতি দিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।
সারাদেশে বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, সরকারি দল ও আওয়ামী লীগের হামলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৪৮০ জন নেতাকর্মী আহত হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সমাবেশে সহিংসতা ও নেতাকর্মীদের গ্রেফতারের পর গত ২৯ অক্টোবরে পর থেকে লাগাতার অবরোধ ও হরতালের মত কর্মসূচি দিয়ে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনা দল গুলো।