ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত পরিক্ষা ফি আদায়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, একটি সিলগালা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সাহস

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত পরিক্ষা ফি আদায় ও বিভিন্ন অনিয়মের জন্য ২ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা ও এক হাসপাতালকে সিলগালা করা হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের মেড্ডা ও পাইকপাড়ায় জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরিফ নেওয়াজের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ এই অভিযান পরিচালনা করেন। এ সময় পাইকপাড়া মিজান টাওয়ারে অবস্থিত হোপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১ লাখ এবং মেড্ডার দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

অভিযান সম্পর্কে সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) মো. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু টেস্টসহ অন্যান্য পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করছে। এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ডেঙ্গু টেস্টসহ অন্যান্য পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় এবং মানহীন ল্যাবরেটরি থাকার অভিযোগে জেলা শহরের মেড্ডা এলাকার দি মেডিনোভা  ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। পাশাপাশি পাইকপাড়া এলাকার হোপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ আদায় ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধ পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর শফিউর রহমান ও সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত