পুলিশ পরিচয়ে সাংবাদিককে মারধর

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০

সাহস ডেস্ক

চাঁদপুর থেকে বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফিরছিলেন দৈনিক সাহস এর স্টাফ রিপোর্টার আহমেদ মনির। পথিমধ্যে শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে আটটা নাগাদ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে ঢাকাগামী বাসের জন্যে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের লোক পরিচয়ে সাংবাদিক এর কাছে থাকা ব্যাগটি চেক করার দাবি করে।

ব্যাপারটি সাংবাদিকের কাছে সন্দেহজনক লাগলে ওই ব্যক্তিদের কাছে ব্যাগটি দিতে আপত্তি জানান, এবং তাদের পরিচয় জানতে চান। এ সময় ওই দুই অজ্ঞাতনামা পরিচয় না দিয়ে সাংবাদিকের উপর চড়াও হয় এবং বেধরক মারধর শুরু করে। একপর্যায়ে ছুরিকাঘাতের চেষ্টা করে ওই দুই অজ্ঞাতনামা। তবে ঘটনাক্রমে বেঁচে যান তিনি। কিন্তু ব্যাপকভাবে আহত হন সাংবাদিক মনির। বিষয়টি নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মনির বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে সাইনবোর্ড মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় দুইজন লোক এসে পুলিশের লোক পরিচয় দিয়ে আমার কাছে থাকা ব্যাগটি চেক করতে থাকে। এতে আমি কারণ জানতে চেয়ে বাধা দিলে তারা আমাকে এলোপাথারি মারধর শুরু করে ও ধারালো চাকু দিয়ে আঘাতের চেষ্টা করে।’

মনির আরও জানান, ‘ঘটনার সময় আমি মোবাইল বের করে তাদের ছবি তুললে পুলিশের পোষাক পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি চলে আসে। এক পর্যায়ে ওই ব্যক্তি মোবাইলটি কেড়ে নেয়। ধারণকৃত ওই ছবি ডিলেট করে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে পুলিশের পোষাকধারী লোকটি অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে নিয়ে একটি সিএনজিতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত