x

এইমাত্র

  •  জাতীয়: ইসির আমন্ত্রণে সংলাপে যাবে না বিএনপি; বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার; বলেছেন মির্জা ফখরুল।
  •  ইন্টারপোলের রেড নোটিশে নাম উঠেছে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের; তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।
  •  দেশবাংলা: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২। <> জাবিতে ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
  •  আন্তর্জাতিক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশ-অপরাধী সংঘর্ষে নিহত অন্তত ১৩ জন।
  •  ভারতের প্রধানমন্ত্রীর 'মোদি' পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮

সাহস ডেস্ক

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটরসাইকেল চুরি করে রেজিস্ট্রেশন নম্বর প্লেট খুলে এবং চেসিস নম্বর মুছে দিয়ে ভারতীয় সীমান্তে বিক্রি করে আসছিল। এর বিনিময়ে তারা ভারতীয় গাঁজা ও ফেনসিডিল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। গ্রেপ্তারদের মধ্যে ছয়জনের নামে হত্যা, চুরি, ডাকাতি,অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান। পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত কয়েকদিন আগে চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আপনিও কি তাই মনে করেন?