১২ দফা দাবিতে লাল পতাকা হাতে রাজপথে শ্রমিকেরা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

২০২৩-২৪ অর্থ বছরে বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকারসহ ১২ দফা দাবিতে লক্ষ্মীপুরে রাজপথে কর্মসূচি পালন করছে- ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ‘ইনসাব’ লক্ষ্মীপুর জেলা শাখা।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর-আগে নির্মাণ শ্রমিকেরা কপালে লাল ফিতা বেঁধে ও হাতে লাল পতাকা নিয়ে তারা বিক্ষোভ র‍্যালি করেন। শ্রমিকদের অধিকার আদায়ের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে তাদের কর্মসূচি।

এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ‘ইনসাব’ জেলা শাখার সভাপতি মো. আবদুল মাবুদ, সহ-সভাপতি কামরুজ্জামান, মোফাচ্ছের বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. নুর আলম, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম ও নারী নেত্রী মমতাজ বেগম।

এ সময় বক্তরা বলেন, নির্মাণ শ্রমিকেরা কঠোর পরিশ্রম করে একটি ইমারত তৈরি করে। বহুতল ভবন নির্মাণ করে। কল-কারখানা ও এমপি-মন্ত্রীদের বিলাসবহুল বাড়ি নির্মাণ করে। কিন্তু আমরা শ্রমিকেরা সেই সঠিক মজুরি পাইনা। আমাদের কোন শ্রমিক কাজ করা অবস্থায় আহত বা মৃত্যুবরণ করলে খোঁজখবর রাখে না সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত