সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:০৫

বরুণ ব্যানার্জী,সাতক্ষীরা

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ টিসিবির পণ্য বিতরণে স্ব স্ব দায়িত্ব সঠিক ভাবে পালনের সরকারি নির্দেশনার উল্লেখ করে বলেছেন, সাধারণ জনগণের হক যদি কেউ মেরে দেয়ার চেষ্টা করে, তার জন্য জাহান্নামের রাস্তা নিশ্চিত হয়ে গেল। জাতির পিতা-বঙ্গবন্ধুর হাতে গড়া (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবির পণ্য যা প্রতিদিন লাগে, প্রতি মাসে এক কোটি পরিবারের কাছে তিনটা পণ্য ডাল চিনি তেল স্বল্প মূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। বৈশ্বিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষ্ঠভাবে বিতরণ করে যাচ্ছে, আগামীতে আরও সুষ্ঠভাবে বিতরণ করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকার-ভোগী পরিবারের মধ্যে সাতক্ষীরায় টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলা ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে টিসিবির পণ্যাদি বিক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানসহ আরও অনেকে। স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা খুশি। রমজান মাসে ছোলাসহ আরও কিছু পণ্য এভাবে দেওয়ার দাবি জানান তারা।

সাহস২৪.কম/এএম.