দিনমজুরের আড়ালে ডাকাতি, গ্রেপ্তার ৩

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৯

সাধারণ মানুষের কাছে দিনমজুর হিসেবে পরিচিত, তবে রাতে ডাকাতি কাজে যুক্ত। এমনই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া।

তিনি জানান, গত বৃহস্পতিবার বাগেরহাটের কচুয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ডাকাত দলের সদস্য ফেরদৌস শেখ (৩৪), একই এলাকার খানপুর গ্রামের ইউনুস হালদারের ছেলে জিয়া হালদার (৪১) এবং তাদের সহযোগী নড়াইলের লোহাগড়া থানার চরলংকারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজীকে (২৩) গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। এরা দিনমজুরের আড়ালে ডাকাতি করে বেড়ায়।

অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া আরও জানান, ২০২২ সালের ৫ আগস্ট রাতে লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের নাহিদ আলমের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। পাটকাটার সূত্র ধরে ওইবাড়িতে (নাহিদ) দিনমজুরের কাজ নেয় ডাকাত দলের সদস্যরা। ঘটনার দিন রাতের খাবারের সাথে অচেতন করার ওষুধ মিশিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগী নাহিদ ওই বছরের ৬ আগস্ট লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। যার নম্বর-৭, তারিখ-০৬/০৮/২০২২।

দিনমজুর বা শ্রমিক নেয়ার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে বলে জানান এই পুলিশ কর্মকতা। এ সময় উপস্থিত ছিলেন-লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীনসহ গণমাধ্যমকর্মীরা।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত