বিএমএসএফ প্রতিষ্ঠাতাকে হুমকি, প্রতিবাদে প্রতিবাদ সভা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

হারুন অর রশিদ, হোমনা

কুমিল্লার হোমনায় বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা কমিটির উদ্যোগেমঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা গেটের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএমএসএফ এর হোমনা উপজেলা শাখার সভাপতি সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আ. হক সরকার, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শিদ আলম, বিএমএসএফ এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সভাপতি এম.এ কাশেম ভূঁইয়া, আল আমিন শাহেদ, মইনুল ইমলাম (মিশুক), সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন মিয়া সরকার, মো.হাসান, প্রচার সম্পাদক রুহুল আমিন (জুয়েল), দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য মো.তারেক, মো.জাকারিয়া, মো. রাসেল প্রমূখ।

সভায় ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে, সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও যৌক্তিক দাবি আদায়ে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত