সাতক্ষীরায় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩৬

সাহস ডেস্ক

সারা দেশের সাথে এক যোগে সাতক্ষীরাতেও বিশ্ব মৃত্তিকা দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মাটি: খাদ্যের সূচনা যেখানে’।

সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কার্যালয় সাতক্ষীরার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলি আহমেদ ফকির, সাতক্ষীরা বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ, সাতক্ষীরা হটিক্যালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত