সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনাসভা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ১৫:৪৬

সাহস ডেস্ক

সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধের চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনাসভা এসো মুক্তিযোদ্ধার গল্প শুনি’ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা খেজুরডাঙ্গা রাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে খেজুরডাঙ্গা রাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রেজা রশিদ। মূখ্য আলোচক হিসেবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার ইতিহাসের উপর বক্তব্য রাখেন, রাজনগর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো: তবিবর রহমান, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাদ্দাম হোসেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা নিজ পরিবার ছেড়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেয়। এবং কীভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল সে ইতিহাস তোমাদের সঠিক ভাবে জানতে হবে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, তোমাদের ভালভাবে লেখা পড়ায় মনোনিবেশ করতে হবে। যাতে নিজের পরিবারের ও দেশের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পার। তাহলে মুক্তিযোদ্ধার চেতনায় নিজেদের গড়ে তুলতে পারবে এবং উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত