লক্ষ্মীপুরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ১৭:২২

সাহস ডেস্ক

লক্ষ্মীপুরে নুরুন নিসা ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রামগঞ্জ উপজেলার রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে একই বিদ্যালয়ের হাজী জাহাঙ্গীর অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম। নুরুন নিসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, রামগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ এমদাদুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোনাজের রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

এইসময় বক্তারা বলেন, আমাদের সমাজ এখন মাদক ক্যান্সারে আক্রান্ত। যার শেষ পরিণতি অনিবার্য মৃত্যু। তাই সমাজকে মাদকমুক্ত করা নাহলে জাতি ধ্বংসের অতল গহব্বরে নিমজ্জিত হবে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত