হোমনায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ১৫:৪০

হারুন অর রশিদ, হোমনা

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে হোমনা উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরডিও স্বপন চন্দ্র বর্মন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, ওসি মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ফারুক, হাঁড়ির খোঁজে বাড়ীর পরিচালক মোঃ আব্দুস সালাম ভুইঁয়া, হোমনা উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ ফয়সাল সরকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত