বান্দরবানে ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৩:০৭

সাহস ডেস্ক

সন্দেহভাজন জঙ্গি ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে নিরাপত্তার কারণে রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বান্দরবান জেলা প্রশাসন। রবিবার (৩০ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

১৮ অক্টোবর সকালে প্রশাসন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দর্শনার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। একই কারণে ২৩ অক্টোবর স্থানীয় প্রশাসন পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে। ১০ অক্টোবর থেকে পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত