লোহাগড়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪

নড়াইলের লোহাগড়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার রামপুরা এলাকা থেকে আসামি মো. ফসিয়ার মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মো. খোকন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ লোহাগড়া পৌরসভার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার মোল্লাকে গ্রেপ্তার করেন। এর আগে আদালত আসামিকে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সাহস২৪.কম/এএম/এসকে.
মতামত দিন | পুরনো ফলাফল |