নদী দখলদার ও দূষণকারী কাউকে ছাড় দেওয়া হবে না: কবির বিন আনোয়ার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৫

সাহস ডেস্ক

যত শক্তিশালীই হোক, নদী দখলদার ও দূষণকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয় এবং নদী ভিত্তিক ১৮টি সংগঠনের উদ্যোগে গাজীপুরের ধাধার চরে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

আলোচনা সভায় কবির বিন আনোয়ার বলেন, ‘করোনার আগে আমরা ২৩ হাজার নদী দখলকারীদের উচ্ছেদ করেছি। দেশে এখনও প্রায় ২৫ হাজার নদী দখলকারী আছে। ক্রমান্বয়ে সবাইকেই উচ্ছেদ করা হবে।’

তিনি বলেন, ‘সরকার ১০০ বছরের ডেল্টা প্ল্যান নিয়ে এগোচ্ছে। আমাদের টার্গেট হলো নৌপথের পরিমাণ বৃদ্ধি করা। এ জন্য খাল ও ছোট নদী খননের কাজ চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিঠা পানির মাত্র আট শতাংশ আমরা সংরক্ষণ করতে পারি। বাকিটা সমুদ্রে চলে যায়। এটা যদি ১২ থেকে ১৫ শতাংশ হয়, তাহলে আমাদের পানি সমস্যা দূর হয়ে যাবে। অন্য কারও দিকেও আর চেয়ে থাকতে হবে না। সে লক্ষ্যকে সামনে রেখেই নদী ও খাল খনন করা হচ্ছে।’

আলোচনা সভায় গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বেসরকারী নদী গবেষক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত