সীমান্তের ভেতরে ভুলবশত গোলা পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪২

নিজস্ব প্রতিবেদক
ছবি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের বান্দরবান সীমান্তে পড়ার ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, ‘ওই এলাকার সীমান্ত এলাকাটি খুব ক্রিসক্রসড। কখনও কখনও সীমান্ত বোঝা কঠিন হয়ে পড়ে, সেই কারণে তারা আমাদের সীমান্তের ভেতরে ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করছে না, আমাদের সীমান্তের ভেতরে যে এক-দুটি গোলা পড়েছে তা ভুলবশত পড়ছে।’

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যায় হোটেল লোটেতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোমেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

পুরো সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ইতোমধ্যে কিছু নতুন রোহিঙ্গা চীন এলাকায় চলে গেছে। আমাদের দিকে আসার সাহস করেনি।

বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত