বগুড়ায় চলন্ত বাসে আগুন, নিরাপদে অর্ধশত যাত্রী

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:২২

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুর ঢাকা-বগুড়া মহাসড়কের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে বাসের প্রায় অর্ধশত যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ছোনকা এলাকায় এই ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক হোসেন আলী জানান, শুক্রবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে ‘আহসান পরিবহন’-এর বাসটি কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি ছোনকা এলাকায় পৌঁছালে বাসে আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ১০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। বাসের সব যাত্রী নিরাপদে নামতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, যান্ত্রিক ক্রটির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাহস২৪.কম/এএম/এসকে.