নড়াইলে চোরাই গরু উদ্ধার, আটক ৩

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৯

​ফরহাদ খান

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রাম থেকে এক পোস্টমাস্টারের চুরি হওয়া তিনটি গরু মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এসআই শেখ সুজাত আলী ও এএসআই আনিসুজ্জামানের নেতৃত্বে মাগুরা সদরের বাহারবাগ এলাকা থেকে চোরাইকৃত গরু উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

এরা হলো-মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮), মাগুরার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের সামসুল হকের ছেলে শোয়েব মোল্যা (৩২) এবং নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের ইলিয়াস বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৪৫)। উদ্ধারকৃত গরুর মধ্যে দু’টি গাভী এবং একটি এঁড়ে বাছুর রয়েছে।

দারিয়াপুর সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার আমিনুর রহমান বলেন, বুধবার রাতে আমার তিনটি গরু চুরি হয়। পুলিশকে জানানোর পর চুরি হওয়া গরুগুলো দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।  

সদর থানার ওসি মাহমুদুর রহমান (চলতি দায়িত্ব) বলেন, চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত তিনটি গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা আন্তজেলা চোরচক্রের সদস্য কিংবা আরও মামলা আছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সাহস২৪.কম/এএম/এসকে.