প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কিছু বলতে চাই না: মির্জা ফখরুল

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৩

নিজস্ব প্রতিবেদক
ছবি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনও কথা বলতে চাই না। কারণ আমাদের পেছনে একটা তিক্ত এবং হতাশার অভিজ্ঞতা রয়েছে। আমরা প্রত্যেকবার আশা করেছি যে এবার বুঝি কিছু নিয়ে আসবেন। কিন্তু প্রত্যেকবার দেখেছি দিয়ে এসেছেন, নিয়ে আসেননি।’

তিনি বলেন, একটাই কমেন্ট আগে ঘুরে আসুক। কী নিয়ে এসেছে আমরা দেখি। তারপর কমেন্ট।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা আবারও ইভিএমের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।

তিনি বলেন, স্মরণ সভা সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এম সাইফুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতেন৷ তিনি শিক্ষা চিকিৎসা খাতের জন্য উদার ছিলেন। কিন্তু রিজার্ভ খরচ করার ব্যাপারে তিনি বেশ কার্পণ্য করতেন। সেসম আমরা অনেকেই সমালোচনা করেছি - এই রিজার্ভ রেখে লাভ কী? অথচ আজ দেখুন এই সরকার যেহেতু তারা ভবিষ্যত চিন্তা করে না। তার জন্য তারা খরচ যেভাবে ইচ্ছা সেভাবে করেছে।’

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতারা।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত