ঝিনাইদহে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিক আটক

প্রকাশ | ২৪ আগস্ট ২০২২, ১৫:৩২

অনলাইন ডেস্ক

ঝিনাইদহের মহেশপুরে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান। তারা নিজেদেরকে ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন।

মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেকের ই-মেইল বার্তায় জানানো হয়, আটক ব্যক্তিরা  বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভুয়া পরিচয়পত্র দেখান। এক পর্যায়ে তারা ভুয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এই সময় তাদের দেহ তল্লাশি করে ২২ হাজার ৫০০ টাকার জাল নোট, মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.