চা বাগানের টিলা ধসে চার নারী শ্রমিক নিহত

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ১৪:০০ | আপডেট: ১৯ আগস্ট ২০২২, ১৪:২৭

নিজস্ব প্রতিবেদক
ছবি : চা বাগান।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এখজন আহত হয়েছেন। নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

শুক্রবার (১৯ আগস্ট) ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজন‌ই লাখাইছড়া চা বাগানের শ্রমিক। আহত একজনেক উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, টিলা ধসে চার শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

সাহস২৪.কম/এসএস